লিভারের সমস্যায় পেঁপেপাতা উপকারী:

লিভার কেবল একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নয়, বরং মানবদেহের এক অনন্য অস্তিত্বের স্বরূপ। যে কিনা আপনার ক্লান্তিকর মুহূর্তে শক্তির সঞ্চার করে, অসুখের দিনে বয়ে আনে তিলে তিলে আরোগ্য। যে কিনা বিষ হরণ করে, রোগজীবাণুকে বিনাশ করে।
কিন্তু আমরা অজ্ঞতার কারণে বা অজ্ঞাতসারে লিভারের ওপর নানা রকম অত্যাচার করে বসি, যেমন- ধূম্রপান, মদ্যপান, জাঙ্কফুড ও গুরুপাক খাদ্য গ্রহণ, রাত্রি-জাগরণ। এবং লিভারের পক্ষে সবথেকে ক্ষতিকারক বস্তু হল কেমিক্যাল যুক্ত মেডিসিন।

অতএব লিভারকে সুস্থ ও শক্তিশালী করে তোলা জরুরী। এমতাবস্থায় লিভারের জন্য এক শ্রেষ্ঠ ভেষজ ঔষধ হলো পেঁপেপাতা। এর আশ্চর্য গুণের কথা বর্ণনা করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে, যা কিনা হাজার বছর ধরে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। এর উপকারিতার প্রমাণ পেয়ে মানুষ পরম্পরায় ব্যবহার করে আসছে এবং এটি একটি ঐতিহ্যবাহী ঔষধি। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে এবং ফার্মালবির প্রভাবে প্রাচীন সহজলভ্য চিকিৎসা ক্রমশ সংকুচিত হয়ে আসছে, হারিয়ে যাচ্ছে। লিভারের পক্ষে পেঁপের পাতা বিভিন্ন দিক থেকে কার্যকরী। এর প্রধান কারণ হল এতে থাকা বিভিন্ন বায়োঅ্যাকটিভ যৌগ, যেমন এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ। নিচে এর কার্যকারিতা ব্যাখ্যা করা হলো:

* পেঁপের পাতায় একটি বিশেষ যৌগ উপস্থিত থাকে, যার নাম হল অ্যাসিটোজেনিন (Acetogenins), এই উপাদানটি লিভারকে সুরক্ষা প্রদান করে বিষাক্ত পদার্থের প্রভাব থেকে ও কেমিক্যালযুক্ত মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে। ধূম্রপান, মদ্যপান বা অ্যালকোহল সেবনের ফলে ক্ষতিগ্রস্ত নিভারকে পুনরায় সুস্থ করে তুলতে সাহায্য করে। এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে। এছাড়াও, এটি লিভারের কোষের (Hepatocytes, Kupffer Cells) পুনর্জন্মকে ত্বরান্বিত করে। পেঁপেপাতার এই গুণাবলীকে এক কথায় বলা হয় Hepatoprotective বৈশিষ্ট্য।

* পেঁপেপাতায় প্রচুর পরিমাণে উপস্থিত থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ভিটামিন C, ভিটামিন E, ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক জাতীয় যৌগিক উপাদান। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ফ্রি র্যাডিকেল (Free Radicals) দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস লিভারের কোষের ক্ষতি করে এবং বিভিন্ন লিভার রোগের কারণ হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতি প্রতিরোধ করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

* পেঁপেপাতায় থাকা যৌগগুলির প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে (anti-inflammatory properties)। লিভারের প্রদাহের ফলে লিভারে কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন ফ্যাটি লিভার, হেপাটাইটিস ইত্যাদি। পেঁপেপাতার রস এই প্রদাহ কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে।

* পেঁপেপাতায় উপস্থিত থাকে কিছু এনজাইম, যেমন পাপাইন (Papain) ও কাইমোপাপাইন (Chymopapain)। এই এনজাইমগুলো প্রোটিন ভাঙতে এবং খাদ্য হজমে সহায়তা করে। হজম প্রক্রিয়া উন্নত হলে লিভারের উপর চাপ কমে, কারণ লিভারকে কম টক্সিন প্রক্রিয়াকরণ করতে হয়। এটি গ্যাস, ফোলাভাব এবং বদহজমের মতো সমস্যা কমাতেও সাহায্য করে।

* পেঁপেপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এটি লিভার এবং কিডনির মাধ্যমে শরীর থেকে ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে (বিষমুক্তকরণ- Detoxification)। পেঁপেপাতার রস পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়, যা লিভারের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* অতিরিক্ত তেল মসলা ও চর্বিযুক্ত খাদ্য গ্রহণের ফলে অনেক মানুষের লিভারে চর্বি জমা হতে পারে। লিভারে চর্বি জমা কমাতে সাহায্যকারী প্রধান ভেষজ ঔষধি হলো পেঁপেপাতা। এবং এক্ষেত্রে পাকাপেঁপে একটি গুরুত্বপূর্ণ খাদ্য বা পথ্য হিসাবে ব্যবহৃত হয়। পেঁপেপাতা ও পাকা পেঁপে অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ ও লিপিড (চর্বি) দূর করে, যা কিনা পক্ষান্তরে লিভারকে সুস্থ থাকতে সাহায্য করে।

পেঁপেপাতা ব্যবহারের বিধি:
তাজা পেঁপের পাতা পিষে রস বের করে খাওয়া যেতে পারে- প্রায় ৫০-১০০ ml রস, প্রত্যহ সকালে খালি পেটে বা বিকালে ১৫ দিন পর্যন্ত। এই রসের বিস্বাদের কারণে যদি কেউ পান করতে না পারেন তাহলে মধু বা গুড় মিশিয়ে ব্যবহার করতে পারেন।
খাদ্য তালিকায় পাকা পেঁপে যুক্ত করতে পারেন, ব্যঞ্জনে কাঁচা পেঁপে ব্যবহার করুন। জাঙ্কফুড, গুরুপাক খাদ্য, মদ ও অন্যান্য মাদকদ্রব্য এড়িয়ে চলুন। এছাড়া কেমিক্যাল যুক্ত ড্রাগস ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন।

লিভারের সমস্যা হলে প্রাকৃতিক ভেষজ হিসাবে পেঁপের পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের বা কবিরাজের পরামর্শ নেওয়া জরুরী।

Medical disclaimer-
এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কে শিক্ষামূলক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। আতএব কোনো রোগের চিকিৎসা ও ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।
                  ~ রাম রানা

মন্তব্যসমূহ