মানুষের কিডনিতে পাথর তৈরি হয় কিভাবে?

কিডনিতে পাথর তৈরি হয় কিভাবে? মানুষের কিডনিতে পাথর তৈরি হওয়ার মূল কারণ হলো রক্তে নির্দিষ্ট কিছু পদার্থের মাত্রাতিরিক্ত জমা হওয়া। সেই উপাদানগুলো স্ফটিকে পরিণত হতে পারে অর্থাৎ খুব ধীর প্রক্রিয়ার দ্বারা জামাটবদ্ধ হয়ে কঠিন পাথরে রূপান্তরিত হয়। কিডনির প্রধান কাজ হল শরীরের তরল, খনিজ ও লবণের ভারসাম্য বজায় রাখা এবং কিডনি শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। কিন্তু এই প্রক্রিয়ার সময় যদি কিডনির মধ্যে বর্জ্য পদার্থগুলো (যেমন ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড, ফসফেট ইত্যাদি) অতিরিক্ত সঞ্চিত হয় এবং যা কিনা ক্রমান্বয়ে জমাটবদ্ধ হয়ে শুরুর দিকে ছোট ছোট বালুকণার আকার ধারণ করে, কিন্তু পরবর্তীকালে তা বাড়তে বাড়তে ১০-১৫ মিলিমিটার পাথরে পরিণত হতে পারে। এর সংখ্যা এক বা একাধিক হতে পারে। কিডনিতে পাথর তৈরির কারণ: * উচ্চ ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড ও সোডিয়াম বা লবণ পদার্থ। কিছু খাবারে এই উপাদান গুলো বেশি পরিমাণে থাকে, যেমন দুধ ও দুগ্ধজাত পদার্থ, জাঙ্ক ফুড ইত্যাদি। আবার কিছু প্রাকৃতিক শাক সবজির মধ্যেও এই উপাদানগুলি থাকে কিন্তু তা আদৌ ক্ষতিকারক নয়। * অতিরিক্ত প্...